মতলব উত্তরে ৫০০০ কেজি জাটকা জব্দ করে এতিমখানায় বিতরণ

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর কালীরচর, দশানী অংশে অভিযান পরিচালনা করে ট্রলারযোগে পাচারকালে ৫০০০ কেজি (৫ মেট্রিক টন) জাটকা মাছ জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার (১২ এপ্রিল) সকালে জব্দ করা জাটকা কোস্টগার্ড মোহনপুর স্টেশনে এতিমখানা, মাদরাসা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।

মতলব উত্তর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এসব তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত মতলব উত্তর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ডের যৌথ অভিযানে উপজেলার মেঘনা উপকূলীয় কালীরচর, দশানী এলাকা থেকে এসব জাটকা জব্দ করা হয়।
এ সময় উপজেলা মৎস্য সম্প্রসারণ অফিসার মো: আমিনুল হক মিয়াজি, কোস্ট গার্ড মোহনপুর আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম কবির উপস্থিত ছিলেন।
কোস্ট গার্ড মোহনপুর আউটপোস্ট স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম কবির বলেন, জব্দ করা জাটকা বিতরণ করা হয়েছে। অভিযানের সময় জাটকার প্রকৃত মালিক খোঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশ : শনিবার, ১২ এপ্রিল ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

