রাজনীতি করতে হলে আমাদের সাথে এসেই রাজনীতি করতে হবে : উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান

মো. আনিছুর রহমান সুজন : ফরিদগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তিনভাগে পালিত হয়েছে। বৃহষ্পতিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা বিআরডিবি মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহŸায়ক শরীফ মো. ইউনুছের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহŸায়ক এম এ হান্নান।

এসময় তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয় জীবনের এক ঐতিহাসিক অবিস্মরণীয় দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমে বলীয়ান হয়ে সিপাহি-জনতা রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুনরুজ্জীবনের অভূতপূর্ব অঙ্গীকার নিয়ে। তাই ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব অত্যন্ত তাৎপর্যমণ্ডিত।

তিনি আরো বলেন, আগামী রাষ্ট্র নায়ক তারেক রহমানের দিক নির্দেশনা মেনে আমাদের চলতে হবে। বর্তমানে ফরিদগঞ্জ উপজেলাতে বিভিন্ন স্থানে বিএনপির পরিচয়ে সভা সমাবেশ করা হচ্ছে। তারা জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ মানেন না। ক্ষোভ প্রকাশ তিনি বলেন, ফরিদগঞ্জের বিভিন্ন স্থানে চাঁদাবাজ, সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। যারা বিএনপির পরিচয় দিয়ে এমন করছে, তারা প্রকৃত বিএনপির নেতাকর্মী নয়। চাঁদপুরে যেমন শেখ ফরিদ আহমেদ মানিকের শেষ কথা , ফরিদগঞ্জে আমার নেতৃত্বাধীন উপজেলা বিএনপিই শেষ কথা। রাজনীতি করতে হলে আমাদের সাথে এসে একসাথে রাজনীতি করতে হবে। এর বাইরে নয়।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্মআহŸায়ক মজিবুর রহমান দুলাল, মফিজুল ইসলাম চৌধুরী, মঞ্জিল হোসেন, আবু জাফর খসরু মোল্লা, আব্দুল খালেক, মহসীন মোল্লা, পৌর বিএনপির আহŸায়ক আমানত হোসেন গাজী, যুগ্মআহŸায়ক জামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মহŸায়ক ফারুক পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আরিফ পাটওয়ারী প্রমুখ।

শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪

২৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

Loading

শেয়ার করুন