শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফরিদগঞ্জে আওয়ামীলীগের বিক্ষোভ 

ফরিদগঞ্জ প্রতিনিধি:

রাজশাহী জেলা বিএনপির আহŸায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফরিদগঞ্জে আওয়ামীলীগ, মহিল আওয়ামীলীগ, তৃণমূল আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২মে) উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি লোকমান তালুকদার, সাবেক পৌর মেয়র মাহফুজুল হক, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী, স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি এমরান হোসেন মিলন ভূইয়া প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলা তৃণমূল আওয়ামীলীগের ব্যানারে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মুজমদার, ইউপি চেয়ারম্যান শরীফ খান, মাহমুদুল হাসান মিরাজ, আলাউদ্দিন ভূঁইয়া, যুবলীগের সাবেক আহŸায়ক বিল্লাল হোসেন, যুবলীগের আহŸায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্মআহŸায়ক হেলাল উদ্দিন, আওয়ামীলীগের নেতা জি এম হাচান তাবাচ্চুম, রফিকুল ইসলাম, পুতুল সরকার বক্তব্য রাখেন। এর আগে সকালে কলেজ ছাত্রলীগের নেতা মোহাইমিন সরোয়ারের নেতৃত্বে কলেজ ছাত্রলীগ প্রতিবাদ মিছিল করে।

Loading

শেয়ার করুন