হাজীগঞ্জে ডাব খাওয়ায় চাচার উপর ভাতিজার হামলা

হাজীগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জে গাছ থেকে ডাব পেড়ে খাওয়া ও পুকুরের মাছকে কেন্দ্র করে চাচার উপর ভাতিজার অমানবিক হামলা। উপজেলা ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কাইজাংগা বড় মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। ৬ এপ্রিল রবিবার চাচা হাজীগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।

থানা অভিযোগ সূত্রে জানা যায়, মৃত লুৎফুর রহমান মুন্সির চতুর্থ ছেলে হাফেজ মোহাম্মদ সেলিম মুন্সীর উপর ডাব খাওয়া ও পুকুরের মাছকে কেন্দ্র করে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে প্রথমে ওয়ার্কশপ গ্যারেজে ও পরে বাড়ির কাছারির ভেতরে নিয়ে হামলা চালায়, তার ভাতিজা ভুট্রো মুন্সী, সম্রাট মুন্সী, নোমান মুন্সি ও জসিম মুন্সী।

হাফেজ মোহাম্মদ সেলিম মুন্সী বলেন, আমি বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও বাজারের পাহারাদারের দায়িত্ব পালন করি। বাড়ির গাছের ডাব ও পুকুরের মাছকে কেন্দ্র করে দোকান থেকে ডেকে নিয়ে প্রথমে গ্যারেজে ও পরে কাছারি ঘরে তালাবদ্ধ করে অমানবিক নির্যাতন করে আমি এর সুষ্ঠু বিচার চাই।

মোহাম্মদ সাইফুল ইসলাম/রিপোর্ট

প্রকাশ : রোব বার, ০৬ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Loading

শেয়ার করুন