হাজীগঞ্জে ৪ সন্তানের জনক পরকীয়া প্রেমিকের সাথে হাতেনাতে ২ সন্তানের জননী প্রবাসীর স্ত্রী আটক

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামে পরকীয়া প্রেমিকের সাথে হাতেনাতে আটক হলো প্রবাসীর স্ত্রী বিথি। পাতানিশ নূরী বাড়ির মিলন হোসেনের বসতঘর থেকে তাদের আটক করে স্থানীয়রা। সোমবার (২৬ মে) দুপুরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনেন পুলিশ।

আটক হওয়া বিথী আক্তার ওই বাড়ির প্রবাসী মিলনের স্ত্রী। দুই সন্তানের জননী। পরকীয়া প্রেমিক বিল্লাল হোসেন একই এলাকার পন্ডিত বাড়ির আব্দুস সোবহানের ছেলে। চার সন্তানের জনক।
পরকীয়ায় জড়িত বিথী আক্তার বলেন, বিল্লালের সাথে কোনো সম্পর্ক নেই। বিল্লাল হঠাৎ ঘরে প্রবেশ করে তার গায়ে হাত দেয়। লজ্জায় চিৎকার দেইনি।
পরকীয়া প্রেমিক বিল্লাল হোসেন বলেন, এক সপ্তাহ চলছে তাদের সম্পর্কের। বিথী গলা ব্যথ্যার ঔষুধ আনতে বলেছে। ঔষুধ দিতে আসলে রুমে ডাকে। পরে বাড়ির লোকজন এসে তাদের আটক করে।
স্থানীয় বাসিন্দা বলেন, রাতে বিষয়টি টের পেয়ে তাদের লক্ষ করি। ঘরের দরজা খোলা থাকায় তাদের রাত ১১ টায় একই খাটে আপত্তিকর অবস্থায় তাদের আটক করা হয়। বিল্লাল গ্রামে আরো পরকীয়ার ঘটনা রয়েছে। তাদের সঠিক বিচার দাবী করি আমরা।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক বলেন, পরকীয়ায় জড়িত দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় পুলিশ হেফাজতে আনা হয়েছে। পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।
সোমবার, ২৬ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

