কচুয়ায় নিখোঁজের পরদিন হাত পা বাধা অটোচালকের লাশ উদ্ধার

কচুয়া প্রতিনিধি  : কচুয়ায় নিখোঁজের একদিন পর হাত পা বাধাঁ অবস্থায় সাব্বির হোসেন (১৮) নামের ব্যাটারিচালিত এক অটো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার পালাখাল-উত্তর সেঙ্গুয়া সড়কের পাশে একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত অটোচালক উপজেলার ভ‚ঁইয়ারা গ্রামের মানিক মিয়া ছেলে।
নিহতের নানী সাজেদা বেগম জানান, বুধবার বিকালে সাব্বির হোসেন অটোরিক্সা নিয়ে বের হন। পরে রাতে খোঁজাখুজি করে কোথাও না পেয়ে কচুয়া থানায় নিখোঁজ ডায়েরী করা হয়। পরদিন বৃহস্পতিবার সকালে পার্শ^বর্তী উত্তর সেঙ্গুয়া সড়কের পাশে তার লাশ দেখতে পায় স্থানীয়রা।
খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদ চৌধুরী, সহকারি পুলিশ সুপার কচুয়া সার্কেল রেজওয়ানুল হক জিকু, চাঁদপুরের পিবিআই ইন্সপেক্টর ঘটনাস্থল পরিদর্শন করেন।
কচুয়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান, ধারনা করা হচ্ছে অটোরিক্সার জন্যই দুর্বিত্যরা তাকে হত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে।

Loading

শেয়ার করুন