ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় মতলব উত্তরে সচেতনমূলক প্রচারণা

সফিকুল ইসলাম রানা :

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনে উদ্যোগে জনসচেতনতা মূলক প্রচারণা চালানো হচ্ছে। রবিবার বিকালে উপজেলার বাবুবাজার এলাকায় প্রচারণা করা হয়।

প্রচারণায় অংশগ্রহন করেন ও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আওরঙ্গজেব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, ষাটনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফেরদৌস আলম সরকার সহ কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এসময় বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, যেকোনো দুর্যোগ থেকে বাঁচতে সবাইকে সচেতন হতে হবে।

নিজেদের জীবন রক্ষা করতে সবাই সবাইকে সহায়তা করব। তিনি আরও বলেন, দুর্যোগ প্রতিরোধে বর্তমান আওয়ামী লীগ সরকার উল্লেখযোগ্য অবস্থানে আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ আজ উন্নত দেশে রূপান্তরিত হচ্ছে। আমরা পাচ্ছি স্মার্ট বাংলাদেশ।

এমএ কুদ্দুস বলেন, চলমান ঘূর্ণিঝড় মোকাবিলায় সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছেন। ঘূর্ণিঝড়ের সময় যেকোনো ব্যাপারে আমার মুঠোফোনে অথবা উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করবেন।

Loading

শেয়ার করুন