ফরিদগঞ্জে সিআইপি জালাল আহমেদের ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ শুরু

আনিছুর রহমান সুজন :
ফরিদগঞ্জে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে ঈদ উপহার সামগ্রি বিতরণ শুরু করেছেন মধ্যপ্রাচ্যের দেশ কাতার গোল্ডেন মার্বেল এর প্রতিষ্ঠাতা ,কাতার আওয়ামীলীগের উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি জালাল আহমেদ সিআইপি।

বুধবার (১৯ এপ্রিল) সকালে পৌর এলাকায় তিন হাজার পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, আওয়ামীলীগ নেতা ও পৌর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো: সাহাবুদ্দিন প্রমুখ।

বিতরণ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে জালাল আহমেদ বলেন, গত দুই যুগের বেশি সময় ধরে আমি ও আমার পরিবার ফরিদগঞ্জ উপজেলা বাসীর পাশে রয়েছি। গৃহহীনকে ঘরে তৈরি করে দেয়া, ভাঙ্গাচুরা ঘরের পরিবর্তে নতুন ঘর দেয়া, কর্মসংস্থানের ব্যবস্থা করা, রিক্সা, ভ্যানগাড়ী প্রদান করছি।

এছাড়া ঈদের সময়ে ঈদ বস্ত্র প্রদান করেছি। এবছর প্রায় ১৫ হাজার পরিবারের মাঝে উপজেলা ব্যাপি শাড়ী, লুঙ্গি এবং শিশুদের জন্যও জামাকাপড়ের ব্যবস্থা করেছি।

Loading

শেয়ার করুন