মতলব উত্তরে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হানিরপাড় ইয়ংস্টার ক্লাব

সফিকুল ইসলাম রানা ; চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার উত্তর টরকী ফুটবল ক্লাব আয়োজিত টিভি কাপ ডিকভার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) বিকালে অনুষ্ঠিত এ ফাইনালে হানিরপাড় ইয়ংস্টার ক্লাব ২-০ গোলে তাতুয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. বশির আহমেদ খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হলে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা তরুণদের মাদক থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে সহায়ক হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল হক জিতু। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আজকের এই আয়োজন আমাদের তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করবে। খেলাধুলা একটি সামাজিক শক্তি, যা বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. আশ্রাফুর রহমান বাবু, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ইস্রাফিল আলম। টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করেন মতলব উত্তর উপজেলা বিএনপির সদস্য মো. জাহাঙ্গীর আলম মামুন।
সভাপতিত্ব করেন সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিএম সাকিব। এসময় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ আলম পাভেল, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আবদুর রহমান ও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মো. মহসিন মিয়া।
স্থানীয় জনসাধারণের ব্যাপক অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত এই ফাইনাল খেলায় দর্শকরা উপভোগ করেন চমৎকার ফুটবল প্রদর্শনী। খেলায় বিজয়ী হানিরপাড় ইয়ংস্টার ক্লাব এবং রানারআপ তাতুয়া স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫

