শেখ হাসিনাকে হুমকি দিয়ে উন্নয়নের অগ্রযাত্রা থামিয়ে রাখা যাবেনা : মায়া
গোলাম নবী খোকনঃ
চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলার উপাদী দক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্ত্বে, সাধারণ সম্পাদক নাজির আহাম্মদ বাদলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাবেক দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী, স্বাধীনতা পদক প্রাপ্ত ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।
তিনি বক্তব্যে বলেন যতই হুমকি ধমকি দেন না কেন, উন্নয়নের অগ্রযাত্রা কে বাধা গ্রস্ত করা যানেনা। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামিলীগের সম্মানিত সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দীপু, মতলব পৌর সভার মেয়র আওলাদ হোসেন লিটন, সাবেক মেয়র নুরুল ইসলাম নুরু, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, আওয়ামীলীগ নেতা জাকির হোসেন মারুফ, মতলব দক্ষিণ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আসমা আক্তার আখি, মতলব ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক পাটোয়ারী, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সভাপতি জহির সরকার, মতলব দক্ষিণ উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আলামিন ফরাজি, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ -সভাপতি রুবাশেত হাসান ইহাম, মতলব দক্ষিণ উপজেলা ছাত্র লীগের সহ-সভাপতি সাহরিয়ার আহামদ সাগর, মতলব সরকারি ডিগ্রি কলেজের ছাত্র সংসদের সভাপতি আল আমিন প্রধান প্রমূখ।