কচুয়ায় মাছ চাষে অবদানের পুরস্কার পেয়েছেন শাহজালাল মিয়া
নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের কচুয়ায় কার্প জাতীয় মাছের মিশ্র চাষে সফলতান স্বীকৃতি স্বরূপ পুরস্কার পেয়েছেন মৎস্যচাষী মো. শাহজালাল মিয়া। বুধবার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে তাকে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান মো. মাহবুব আলম।
এসময় ইউএনও এহসান মুরাদ,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছান,ভাইস চেয়ারম্যান শাহজালাল প্রধান জালাল,মহিলা ভাইস চেয়ারম্যান জোসনা আক্তার,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মবিন,জাবের মিয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দার,উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি প্রানকৃষ্ণ দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, কচুয়া উপজেলাা পালাখাল গ্রামের অধিবাসী সাবেক ইউপি সদস্য মোকশেদ আলীর ছেলে বর্তমান ইউপি সদস্য ও মৎস্যচাষী শাহজালাল মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতের মাছের চাষ করে আসছেন। মাছ চাষে সফলতায় উপজেলা প্রশাসন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ চাষী হিসেবে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন