চাঁদপুরের কচুয়ায় অটোরিকশা চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

চাঁদপুর জেলার খন্দকার কচুয়া উপজেলার আইনগীরী নামক এলাকা থেকে অটোরিকশা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া অটোরিকশা।

সোমবার (২৩ জুন) দিনগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চোর চক্রের সদস্যরা হলেন-কচুয়া পৌর এলাকার মোঃ হাবিবুর রহমান (২৫), মোঃ মানিক হোসেন (২৮), শাহাদাৎ হোসেন (২৪), মোঃ সোহাগ হোসেন (২৮) ও চট্টগ্রাম খুলশী থানা এলাকার মো. রাজু মিয়া (২৬)।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে গ্রেপ্তার আসামীদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম।

পুলিশ জানায়, কচুয়া উপজেলার কড়াইয়া এলাকার ব্যবসায়ী মো. জামাল হোসেন তার দোকানের মালামাল বহন করার জন্য একটি ব্যাটারী চালিত অটোরিকশা ক্রয় করেন। এটির চালক ছিলেন মো. ইয়াছিন। তিনি গত ২০ জুন দুপুরে কড়ইয়া পশু হাসপাতালের উত্তর দিকে রাস্তার উত্তর পাশে অটোরিকশা রেখে জুমার নামাজ পড়ার জন্য ডাক বাংলা জামে মসজিদে যান। নামাজ শেষে অটোরিকশাটি আর যথাস্থানে পাননি। এই ঘটনায় ২৩ জুন অটোরিকশার মালিক জামাল থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীদের গ্রেপ্তার করেন এবং আইনগিরী দক্ষিন বাজারের জনৈক ফারুক এর মার্কেটের নিচতলার গ্যারেজ হতে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। অটোরিকশা উদ্ধার করে থানায় আনা হয়েছে। আসামীদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে

মঙ্গল বার, ২৪ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে

ইউটিউব থেকে আয় করার উপায়

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Loading

শেয়ার করুন