ফরিদগঞ্জে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ফরিদগঞ্জ প্রতিনিধি:  চাঁদপুরের ফরিদগঞ্জে সুমাইয়া আক্তার (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শাচনমেঘ এলাকায় এ ঘটনা ঘটে। সুমাইয়া ওই গ্রামের আব্দুল আজিজের মেয়ে। সে স্থানীয় টোরা মুন্সিরহাট জি এন্ড এ আলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ইউপি সদস্য সেলিম হোসেন বলেন, সুমাইয়া আক্তার গত কয়েকদিন যাবত তার বাবা-মায়ের অবাধ্য হয়ে চলাফেরা শুরু করে। এতে তার মা তাকে বকাঝকা করেন। সোমবার সন্ধ্যায় তার মা সুমাইয়াকে ডাকতে গিয়ে দেখেন সে সিলিং ফ্যানের সাথে ফাঁস দেয়াবস্থায় ঝুলে আছে। পড়ে তার মায়ের ডাক চিৎকারে প্রতিবেশিরা এসে পুলিশকে খবর দেয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মাহবুব আলম বলেন, সুমাইয়া আক্তারের মরদেহ সোমবার (২৯ জুলাই) রাতে উদ্ধার করা হয়েছে। তার মৃত্যুর সঠিক কারন নিশ্চিত হওয়ার জন্য মঙ্গলবার (৩০ জুলাই) চাঁদপুর জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪
১৫ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

Loading

শেয়ার করুন