মতলব উত্তরে ইসরাইলি পণ্য বয়কট ও ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বিক্ষোভ

সফিকুল ইসলাম রানা : গাজা উপত্যকায় ইসরাইলের লাগাতার আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ বন্ধ এবং গাজায় ইসরাইলি হত্যা বন্ধ, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। কর্মসূচির মূল লক্ষ্য ছিল- ইসরাইলি পণ্য বর্জনের মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করা।

শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুম্মা কলাকান্দা ইমাম ওলামা ও যুব সমাজ এবং উত্তর পাঁচআনী জামে মসজিদ ও যুবসমাজের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে স্থানীয় জনগণ, মুসল্লি, ব্যবসায়ী ও শ্রমজীবী সাধারণ মানুষ প্রতিবাদে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি উপজেলার পাঁচআনী, কলাকান সমা হয়ে ছেংগারচর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ছেংগারচর বাজারে চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল ফিলিস্তিনের মুসলিমদের ওপর যে বর্বরতা চালাচ্ছে, তা কোনোভাবেই কাম্য নয়। এর বিরুদ্ধে আমাদের সবার অবস্থান নেওয়া উচিত। যারা এই গণহত্যার মদদ দিচ্ছে, আমাদের তাদের বিরুদ্ধেও দাঁড়াতে হবে। এই মুহূর্ত থেকেই আমাদের ইসরায়েলের সব পণ্য বয়কট করতে হবে।

তারা আরো বলেন, গাজায় ইসরায়েলি হামলায় আমার ভাই মারা যাচ্ছে। শুধু জানতে ইচ্ছে করে ইসলামী রাষ্ট্রগুলো কোথায়? ওআইসি কোথায়? মনে হচ্ছে, আজ ইসরায়েলের বিরুদ্ধে নয়, ইসলামী রাষ্ট্রগুলোর বিরুদ্ধেই আমাদের মানববন্ধন করা উচিত।

বিক্ষোভকারীদের উদ্দেশ্যে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, সর্বপ্রথম আমি একজন মানুষ এবং আমার ধর্ম ইসলাম। আমিও চাই ফিলিস্তিনে চলমান নির্মম গণহত্যা বন্ধ হোক। পৃথিবীটা থাকুক শান্তিময়। প্রতিবাদ হোক শান্তি ও সুশৃংখল। প্রতিবাদের নামে লুটপাট, ভাঙচুর এগুলো করতে দেওয়া হবে না।

প্রকাশ : শনিবার, ১২ এপ্রিল ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Loading

শেয়ার করুন