মতলব উত্তরে বিয়ের দেড় মাসের মধ্যেই গৃহবধূর রহস্যজনক মৃত্যু

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের ইমা আক্তার (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘটেছে। সোমবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার পশ্চিম লালপুর মিয়াজি বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত ইমা আক্তার ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের ৬নং ওয়ার্ডের মিয়াজি বাড়ির বাসিন্দা। তার স্বামী আলাউদ্দিন মিয়াজী ও বাবা ইকবাল হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাত্র দেড় মাস আগে চলতি বছরের ৫ সেপ্টেম্বর আলাউদ্দিন মিয়াজীর সঙ্গে ইমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে মনোমালিন্য চলছিল। পাশাপাশি ইমা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন বলেও স্থানীয়রা জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকালে ইমা তার স্বামীকে সকালের নাস্তা খেতে দিয়ে অফিসের উদ্দেশ্যে বিদায় দেন। স্বামী আলাউদ্দিন মিয়াজী ছেংগারচর অগ্রণী ব্যাংকে চাকরি করেন। সকাল আনুমানিক ১০টা ২৫ মিনিটে শাশুড়ি জোবেদা বেগম ইমাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে তার ঘরে প্রবেশ করেন। এ সময় তিনি দেখতে পান, ইমা ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে। শাশুড়ির ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং থানায় খবর দেয়।
খবর পেয়ে মতলব উত্তর থানার এসআই দেলোয়ার হোসেন (২) ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন।
স্থানীয়দের মতে, নববিবাহিত গৃহবধূর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তারা ঘটনার সঠিক তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।
থানা সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
![]()





















