মতলব দক্ষিণে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব দক্ষিনে মৎস অধিদপ্তরের আর্থিক সহযোগিতায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের উপকরন হিসাবে নিবন্ধিত সুবিধাভোগী জেলেদের মাঝে বকনা বাছুর বিতরন করা হয়েছে । প্রথম ধাপে ১৬ জন জেলেকে প্রশিক্ষনের মাধ্যমে বকনা বাছুর বিতরন করা হয়েছে। বাকীদের ধাপে ধাপে দেওয়া হবে ।

৫ ডিসেম্বর বেলা ১১টায় মৎস্য অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা সুলতানার সভাপতিত্বে ও সিনিয়র মৎস কর্মকর্তা মনোয়ারা বেগম সুমির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জান ও সুবিধাভোগী জেলেরা ।

উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা সুলতানা বলেন, সরকার আপনাদের বিকল্প কর্মসংস্থান হিসাবে এ বাছুর উপহার দিচ্ছে । তিনি সকলের উদ্দ্যেশে বলেন, নিবন্ধিত জেলেদের কর্ম সংস্থান বাড়ানোর জন্য সরকার এ ব্যবস্থা গ্রহন করেছেন। বাছুর গুলো যদি সকলে মিলে মিশে সুন্দর ভাবে যত্ন সহকারে লালন পালন করে, তাহা হলে সকলে স্বাবলম্বী হবে বলে মনে করেন তিনি। তবে সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য কে বাস্তবায়ন করার জন্য সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

Loading

শেয়ার করুন