আশা এনজিও এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প
কচুয়া প্রতিনিধি : ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা আশা এনজিও এর প্রতিষ্ঠাতা মো: সফিকুল হক চৌধুরী এর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
সোমবার (১২ ফেব্রুয়ারি) চাঁদপুর- হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধব্যপুর ইউনিয়নে আশা পালিশারা স্বাস্থ্যসেবা কেন্দ্রে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করে, বিদেহী আত্নার মাগফেরাত কামনা করা হয়।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন,আশা ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশা পালিশারা শাখার ব্রাঞ্চ ম্যানেজার শ্যামল চন্দ্র পাল, এছাড়াও স্থানীয় মেম্বার, ঈমাম, সমাজসেবক, রাজনীতিবিদ, সাংবাদিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
এলাকাবাসী’দের ভাষ্যমতে আশা স্বাস্থ্যসেবা কেন্দ্রের কর্মরত চিকিৎসক তাদের দীর্ঘদিন যাবৎ আন্তরিকতার সহিত চিকিৎসা সেবা দিয়ে আসছেন এবং তারা চিকিৎসা সেবা পেয়ে দারুণ খুশি।
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়
আশা পালিশারা স্বাস্থ্যসেবা কেন্দ্রের চিকিৎসক মোঃ গোলাম সরোয়ার এর নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম, স্বাস্থ্য সেবা প্রদান করেন। এসময় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ, ওজন পরিমাপসহ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। দুই শতাধিক রোগীদের স্বাস্থ্যসেবা শেষে, তাদের আপ্যায়ন করা হয়।