কচুয়ায় অটো চালকের লাশ উদ্ধার : ৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ

 কচুয়া প্রতিনিধি  :
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজের পরদিন হাত-পা বাঁধা অবস্থায় সাব্বির হোসেন (১৮) নামের এক ব্যাটারিচালিত অটো চালকের লাশ উদ্ধারের ঘটনায় ৫ দিন পেড়িয়ে গেলেও গ্রেফতার হয়নি কেউ।
এঘটনায় নিহতের মা জাহানারা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার রাতে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার নং ২১।
নির্মম হত্যাকান্ডের শিকার অটো চালকের পরিবারকে শুক্রবার রাতে শান্তনা দেন স্থানীয় নবনির্বাচিত সংসদ সদস্য ড. সেলিম মাহমুদ
তিনি হত্যাকান্ডের শিকার সাব্বির হোসেনের বাবা-মাকে শান্তনা দেয়ার পাশাপাশি এ হত্যাকান্ডের সাথে জড়িতদের খুঁেজ বের করে সর্বোচ্চ শাস্তি দেয়ার আশ্বাস প্রদান করেন।
এসময় কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মজুমদারসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান মোবাইল ফোনে জানান, সঠিক অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
উল্লেখ্য যে, কচুয়া উপজেলার ভূঁইয়ারা গ্রামের মানিক মিয়ার ছেলে সাব্বির হোসেন গত বুধবার বিকেলে অটো রিক্সা চালাতে গিয়ে নিখোঁজ হন এবং পরদিন সকালে তার লাশ একই উপজেলার পালাখাল-উত্তর সেঙ্গুয়া সড়কের পাশে একটি ডোবা থেকে উদ্ধার করে পুলিশ।

Loading

শেয়ার করুন