মতলব উত্তরে ধর্ষণ ও ভ্রুণ হত্যা মামলা, আটক ২
মতলব উত্তর প্রতিনিধি :
মতলব উত্তর থানার ধর্ষন ও ভ্রæন হত্যার ঘটনার আদালতে আদেশে মামলা নেয়ার পর দুই আসামীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা মো. আলম আমিন মিজি (৪৬) ও শাহ আলম (৪৭)।
আটক আলম আমিন মিজি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ব্রাহ্মনচক গ্রামের কালু আমিন মিজির ছেলে ও শাহ আলম উপজেলার বদরপুর গ্রামের মৃত. সাহেব আলী পাঠানের ছেলে। আটককৃত আসামীদের আটকের আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর গ্রামের আলমগীরের নতুন বাড়ীর বসত ঘরের ভিতর কুমিল্লা জেলার হোমনা উপজেলার এক নারীর সাথে বদপুর গ্রামের শাহ আলম পাঠানের ছেলে মো. রবিন (২৫) বিবাহের প্রলোভন দেখিযে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
এবং তৎপর হতে আরো কয়েকবার বিবাহের কথা বলে কুটকৌশলে প্রতারনার মাধ্যমে ধর্ষণ করে। বিবাহের কথা বলে ধর্ষিতার পেটের ভ্রæন নষ্ট করার কজ্য ঔষধ সেবন করায়। এ ঘটনায় ধর্ষিতা চাঁদপুর মাননীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।