হাইমচরে ‘দুর্নীতি ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত

হাইমচর প্রতিনিধি :

“উন্নয়ন , শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এ স্লোগান নিয়ে হাইমচর উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি দমন কমিশন চাঁদপুরের বাস্তবায়নে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৯  ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলার হল রুমে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রিট (ভূমি) আব্দুল্লাহ আল ফয়সাল এর সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ মোখলেছুর রহমান মুকুলের পরিচালনায় বক্তব্য রাখেন হাইমচর থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ ইয়াছিন, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুক্তি যোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার মোহাম্মদ হাফিজ মাষ্টার, সহসভাপতি মুক্তি যোদ্ধা সাবেক কমান্ডার মোঃ বারেক বকাউল। সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, মানুষের মধ্যে স্বভাবগতভাবে সততা থাকতে হবে। কোন কিছু পাওয়ার উদ্দেশ্যে সততা পরায়ন হলে সে ব্যক্তি কখনো ভাল হতে পারে না। ভাল লোক হতে হলে তাকে স্বভাবগত ভাবেই ভাল হতে হবে। তাহলেই দেশ ও দেশের মানুষ শান্তিতে থাকবে। সকল মানুষ নিজ নিজ অবস্থানে সঠিক ভাবে দায়িত্ব পালন করলে সমাজ থেকে দূর্নীতি কমবে। দূর্নীতি কমলে দেশের উন্নয়নও বাড়বে।

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

এসময় উপস্থিত ছিল উপজলা মহিলা বিষয়ক কর্মকর্তা সার্জিয়া আফরিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য উপজেলা মুক্তি যোদ্ধা মোঃ মানিক পাটওয়ারী,সদস্য উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাহেদ হোসেন দিপু পাটওয়ারীসহ হাইমচর সরকারী কলেজ শিক্ষার্থী বৃন্দ।

Loading

শেয়ার করুন