অর্থনৈতিক শুমারি ২০২৪ : কচুয়ায় আজ থেকে অর্থনৈতিক শুমারি গননা কার্যক্রম শুরু

কচুয়া প্রতিনিধি  :  কচুয়ায় আজ বুধবার (১০ ডিসেম্বর) থেকে অর্থনৈতিক শুমারি গননাকার্যক্রম শুরু হচ্ছে। যাহা আগামী ২৬ ডিসেম্বর সমাপ্তি হবে। এর আগে গত ৫ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ৬টি কেন্দ্রে পৃথকভাবে প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
উপজেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা গেছে, কচুয়ায় এবছর ২২৬ জন গননাকারী (তথ্য সংগ্রহকারী) ও ৫১জন সুপারভাইজার ওই প্রশিক্ষণে অংশগ্রহন করেন।
কচুয়া উপজেলা পরিসংখ্যান অফিসার (ভারপ্রাপ্ত) মো. জয়নাল আবেদীন বলেন, সরকারি-বেসরকারি প্রতিটি প্রতিষ্ঠানের অর্থনৈতিক কর্মকাণ্ড , আয়-ব্যয়, কর্মী সংখ্যা, তাদের সুযোগ সুবিধা, আয়-ব্যয়, কর প্রদানসহ সাধারন খানায় ২৭টি বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে এই শুমারিতে। এই অর্থনৈতিক শুমারি কার্যক্রমে কচুয়ার সকলকে তথ্য গননাকারী ও সুপারভাইজারদের সহযোগিতা করার অনুরোধ জানাই।

Loading

শেয়ার করুন