আত্মগোপনে থাকা চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন

ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ এর বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কয়েক জন ইউপি সদস্যরা। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউসুফ মিজি । এসময় উপস্থিত ছিলেন জিল্লুর রহমান (৯ নং ওয়ার্ড), মো. সলেমান (৩ নং ওয়ার্ড) মো. বোরহান আহমেদ (৬ নং ওয়ার্ড) ও সংরক্ষিত আসনের ইউপি সদস্য খাদিজাতুল কোবরা (৪,৫,৬ নং ওয়ার্ড)। লিখিত বক্তব্যে তারা জানান, ২০২২ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মো. মাহমুদুল হাসান মিরাজ চেয়ারম্যান নির্বাচিত হন।

পরিষদের দায়িত্বভার গ্রহনের পর থেকে তিনি নানা অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন। আমরা ইউপি সদস্যরা এসব নিয়ে প্রতিবাদ করলে তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের হুমকি-ধমকি প্রদান ও হয়রানি করতো। তিনি হোল্ডিং ট্যাক্সের ১ কোটি টাকার চেয়েও বেশি টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। কাবিখা, কাবিটার দুইটি প্রকল্পেরর কাজ না করে টাকা উত্তোলন করে তাও আত্মসাৎ করেছেন চেয়ারম্যান।

৪০ দিনের কর্মসূচির কাজ না করে নিজস্ব বাহিনীর নামে সিম কার্ড দিয়ে টাকা উত্তোলন করেছেন। কর্মসূচির কাজের বিষয়ে ইউপি সচিবকে জিজ্ঞাসা করলে তিনি এবিষয়ে কিছুই জানেন না বলে জানান। আমাদেরকে কোন কাজ করতে দেননি তিনি। উল্টো আমাদের নামে প্রকল্প দেখিয়ে টাকা উঠিয়ে নিয়ে গেছেন।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগেরপর চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ আত্মগোপনে চলে যায়। এই পর্যন্ত তিনি একটি বারও পরিষদের মাসিক সভা করেন নি। ইউপি সদস্যদের পরিষদে কার্যালয়ে না ডেকে তার নিজস্ব সন্ত্রাসবাহিনী দিয়ে পরিষদ পরিচালনা করে পবিত্র এই পরিষদটিকে অনিয়মের আখড়া হিসেবে রূপান্তর করেছেন।

বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪

Loading

শেয়ার করুন