উত্তর ঘোড়াশানা বায়তুল আমান জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআান মাহফিল

মোঃ আনিছুর রহমান সুজনঃ চাঁদপুরের ফরিদগঞ্জের উত্তর ঘোড়াশানা বায়তুল আমান জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআান মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২ডিসেম্বর বিকেলে রুপসা উত্তর ইউনিয়নের উত্তর ঘোড়াশাল গ্রামে বাইতুল আমার মসজিদের মাঠে সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে মাওলানা ইমরান হোসেনের পরিচালনায় মাহফিল সম্পূর্ণ হয়েছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী রূপসা জমিদার পরিবারের অন্যতম সদস্য আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিটি মানুষ ধর্মীয় শাসন মেনে চলেল জীবনে সুখ শান্তির ঘাটতি হবে না । সকল মুসলিম আল কুরআনের দীক্ষা নিয়ে জীবন পরিচালনা করতে হবে। যখন যে অবস্থাতে থাকি ওই অবস্থাতেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে হবে। এটাই হচ্ছে প্রকৃত ঈমানদার।তিনি আরো বলেন আল্লাহতালার দরবারে শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে উত্তর উত্তর সমৃদ্ধি দিয়েছেন। আল্লাহ মহানই উত্তম ফয়সালা করি। তাই মহান রবের দরবারে শুকরিয়া বিকল্প নেই।

প্রধান তাফসির কারক হিসেবে তাফসির করেন বিশিষ্ট ইসলামী বক্তা টিভি আলোচক হযরত মাওলানা ফখরুদ্দিন আহমেদ, প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ঐতিহ্যবাহী রুপসা আহমদীয়া আলিম মাদ্রাসার সহকারি অধ্যাপক আরবি হযরত মাওলানা মোহাম্মদ শরীফ হুসাইন, রামগঞ্জ বাস টার্মিনাল মসজিদের খতিব মাওলানা মফিজুল ইসলাম চাঁদপুরী।

তাফসীরুল কুরআন মাহফিলের তাফসীর শেষে এলাকার ও দেশের শান্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

Loading

শেয়ার করুন