কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল

কচুয়া প্রতিনিধি : কচুয়ায় কৃষি জমির উর্বর মাটি বিক্রয় ও ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করায় অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন, একটি ভেকু ও তিনটি ট্রাক্টর বিকল করে দিয়েছে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি। মঙ্গলবার (২১ জানুয়ারি) কচুয়া উপজেলার পৌরসভাধীন ধামালুয়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি বলেন, ফসলি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন ও ট্রাক্টর দিয়ে মাটি কেটে বিক্রয় করার সংবাদ পেয়ে কচুয়া পৌরসভাধীন ধামালুয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ফসলি জমি থেকে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন ও ট্রাক্টর দিয়ে মাটি কেটে বিক্রির অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় ধামালুয়া গ্রামের জাফর হোসেনকে ৫০ হাজার (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। এছাড়াও ড্রেজার মেশিন, একটি ভেকু ও তিনটি ট্রাক্টর বিকল করে দেওয়া হয়েছে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, খাদ্য উৎপাদন বৃদ্ধির বাস্তবায়নে কাজ করে যাচ্ছি আমরা। ড্রেজার মেশিন দিয়ে ফসলি জমির মাটি উত্তোলন ও উপরিভাগের মাটি কাটার ফলে কৃষি উৎপাদন ব্যাহত হবে। এ বিষয় আমরা সর্বোচ্চ সতর্ক দৃষ্টি রাখছি। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কৃষি সমৃদ্ধ উপজেলা বিনির্মাণে আমরা বদ্ধপরিকর। তাই কৃষিজমি ধ্বংস করে পুকুর তৈরি বা মাটি বিক্রির সুযোগ কাউকে দেওয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ভূমি আইন অমান্য করে অবৈধভাবে কচুয়ায় ফসলি জমির মাটি বিক্রি করেই চলছে অসাধু মাটিখেকো ব্যবসায়ীরা।

মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫
৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

Loading

শেয়ার করুন