কচুয়ায় ড. সেলিম মাহমুদ এমপিকে সংবর্ধনা প্রদান
কচুয়া প্রতিনিধি : বাংলাদেশ সরকারি প্রাথমিক দপ্তরী কাম প্রহরী কল্যাণ ফাউন্ডেশন কচুয়া শাখার উদ্যোগে চাঁদপুর-১ কচুয়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কচুয়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরী কাম প্রহরী কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. মানিক হোসেনের সভাপতিত্বে ও চাঁদপুর জেলার সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন ভোলার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি ড. সেলিম মাহমুদ এমপি। অনুষ্ঠানে পৃষ্ঠপোশকতা করেন, কচুয়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরী কাম প্রহরী কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ প্রমুখ। এসময় কচুয়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরী কাম প্রহরী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে প্রধান অতিথি ড. সেলিম মাহমুদ এমপিকে বিভিন্ন দাবী-দাবা নিয়ে একটি স্মারক লিপি প্রদান করেন।
এসময় ইউপ চেয়ারম্যান হাবিবুর রহমান জয়, ওসি মোহাম্মদ মিজানুর রহমান, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, কচুয়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরী কাম প্রহরী কল্যাণ ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি হাবিব হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন