কচুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে প্রবাসীর ৩ ঘর পুড়ে ছাই : প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি
কচুয়া প্রতিনিধি : কচুয়া উপজেলার সেঙ্গুয়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে বাহারাইন প্রবাসী আহসান উল্লাহ’র ছোট-বড় ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিপাতের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানান। এতে নগদ ২ লক্ষ টাকা, ফ্রিজ, ২ভরি স্বর্ণ, মূল্যবান মালামাল, কাগজপত্রসহ প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল পুরে ক্ষতিসাধন হয়েছে।
প্রবাসীর স্ত্রী সালমা আক্তার জানান, মঙ্গলবার রাতে ৩ সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলাম। ভোর রাতে আকস্মিকভাবে আগুনের লেলিহান শিখা দেখে শিশু সন্তান কোলে নিয়ে এক কাপড়ে ঘর থেকে কোন রকম জীবন বাচাই। এসময় সব হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
স্থানীয় অধিবাসী শহীদ উল্যাহ, ওয়াজী উল্যাহ ও ইউনুছ মিয়াজীসহ আরো অনেকে জানান, বুধবার ভোরে ওই বাড়ির প্রবাসী আহসান উল্যাহ মিয়াজীর ঘর থেকে বৈদ্যুতিক মিটার বিস্ফোরন হয়ে আগুনের সূত্রপাট ঘটে। আগুনের লেলিহান ও বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে সালমা বেগমের ২টি বসতঘর ও পাশ্ববর্তী মিজানের ১টি ঘরসহ মোট তিনটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রæত বের হয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় ইউপি সদস্য মো. আলাউদ্দিন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নিয়েছি। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো একেবারেই নিঃস্ব। তাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে সহযোগিতা করা হবে। অগ্নিকান্ডে সব হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে ওই পরিবারটি।
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা