কচুয়ায় যুব অধিকার পরিষদের পরিচিতি সভা

ওমর ফারুক সাইম : চাঁদপুর জেলার কচুয়ায় যুব অধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কচুয়া উপজেলা যুব অধিকার পরিষদের নব গঠিত কমিটির আয়োজনে কচুয়া বিশ^রোডস্থ রাজমহল কমিউনিটি সেন্টারে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির গনমাধ্যম ও সম্প্রচার সহ সম্পাদক মো. এনায়েত হোসেন হাসিব।

এ সময় তিনি বলেন কোটা সংস্কারের অগ্নিগর্ভ থেকে জন্ম নিয়ে গণঅধিকার রাষ্ট্র সংস্কারে রুপ নিয়েছে। নাম সর্বস্ব পরিবর্তন হয়েছে। আমরা সিস্টেমের পরিবর্তন করতে পারিনি। আমরা নিজেরা পরিবর্তন হবো। অন্যকে পরিবর্তনে উদ্বুদ্ধ করবো। আমরা চাই না একটা রিজিমকে সরিয়ে অন্য আরেকটি রিজিম রাষ্ট্র ক্ষমতায় আসুক। প্রত্যেকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে গণঅধিকার কাজ করছে।

কচুয়া উপজেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি ডা. মো. নুরুল হুদার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো.সাইদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব মো. মাহমুদুল হাসান, যুগ্ম সদস্য সচিব ওয়ালী উল্লাহ, যুব অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জালাল আহমেদ শাওন, সাধারণ সম্পাদক এইচ এম শরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মঈন খান, যুব অধিকার সহ-সভাপতি আজম শরীফ, সংহতি প্রকাশ করে বক্তব্য দেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, ছাত্র অধিকার পরিষদ কচুয়া শাখার সভাপতি আবু সাইদ,ভারপ্রাপ্ত সভাপতি শামীম আলম মাহী প্রমুখ।

শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

Loading

শেয়ার করুন