কচুয়ায় ৩ সন্তানের জননীর আত্মহত্যা, এলাকায় নানান গুঞ্জন

কচুয়া প্রতিনিধি  :  কচুয়া উপজেলার বাতাবাড়িয়া গ্রামে মরিয়ম আক্তার (২৮) নামের এক ৩ সন্তানের জননী বিষ পানে আত্মহত্যা নিয়ে এলাকায় নানান গুঞ্জন চলছে। পরিবারের দাবী পরকিয়া দেখে ফেলায় কতিপয় লোকজন পরিকল্পিতভাবে প্রতিপক্ষরা খাবারের সাথে বিষ পান করিয়ে তাকে হত্যা করে। এঘটনায় নিহত ওই গৃহবধূ মরিয়ম আক্তারের লাশ মঙ্গলবার দুপুরে বাতাবাড়িয়া গ্রাম থেকে উদ্ধার করে কচুয়া থানায় নিয়ে আসে পুলিশ। তবে এঘটনায় মরিয়মের বাবা আবুল হাসেম বাদী হয়ে কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
জানা গেছে, উপজেলার বদরপুর গ্রামের অধিবাসী আবুল হাসেমের মেয়ে মরিয়ম আক্তারের সাথে বাতাবাড়িয়া গ্রামের ছিদ্দিক মাষ্টার বাড়ির মৃত মনু মিয়ার ছেলে রাসেলে সাথে প্রায় ১৫ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর তাদের গৃহে রাশেদ (১৫), রায়হান (৯), রাকিব (৪) নামের তিনটি পুত্র সন্তান রয়েছে।
নিহতের স্বামী রাসেল জানান, কয়েকদিন পূর্বে নিজ গ্রামে একটি পরকিয়ার ঘটনা দেখতে পাওয়ায় স্থানীয় কিছু লোকজন আমার স্ত্রীকে পরিকল্পিতভাবে খাবারের সাথে বিষ খাইয়ে দেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে পথিমধ্যে রহিমানগর এলাকায় মারা যান তিনি।
নিহতের পুত্র রায়হান জানান, মঙ্গলবার ১১টার দিকে আমি স্কুল থেকে হঠাৎ বাড়িতে এসে দেখি আমাদের ঘরে তিন-চারজন লোক এসে আমার মাকে জোড়পূর্বক কি যেনো খাইয়ে দিচ্ছে। পরে আমি ডাক-চিৎকার দিলে তারা দৌড়ে চলে যায়। এঘটনায় প্রতিপক্ষদের দায়ী করে তদন্তের মাধ্যমে ন্যায় বিচার চেয়েছেন নিহতের পরিবার।
এব্যাপারে কচুয়া থানার ওসি এম. আব্দুল হালিম জানান, প্রাথমিকভাবে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। ইউডি মামলা হয়েছে। তবে পরিবারের সদস্যরা অভিযোগ করলে তদন্তপূর্বক ব্যাবস্থা নেয়া হবে।

Loading

শেয়ার করুন