গণপিটুনির ১৯ দিনপর ১৮ মামলার আসামির ঢাকায় মৃত্যু

ফরিদগঞ্জ : এলাকায় চিহ্নিত চোর হিসেবে পরিচিত ও অন্তত ১৮ মামলার আসামী গণপিটুনির শিকার হয়ে ১৯দিনপর ঢাকায় মৃত্যু বরণ করেছেন। বাবু গাজী নামে এই ব্যক্তির বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে। ওই ইউনিয়নের চররাঘবরায় গ্রামের গাজী বাড়িতে গণপিটুনির ঘটনা গত ৯ নভেম্বর রাতে। চিকিৎসাধীন অবস্থায় ঢাকার মৃত্যুবরণ করার পর বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তার লাশ থানায় নিয়ে আসা হয়। পরে পোস্টমর্টেমের জন্য চাঁদপুর প্রেরণ করা হয়। এদিকে নিহতের স্বজনরা অভিযোগ করেছেন জমিজমা সংক্রান্ত বিরোধ কেন্দ্র করে তাকে পিটিয়ে আহত করা হয় পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়,গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন ও আশেপাশের এলাকায় বাবু গাজী একজন চিহ্নিত চোর নামে পরিচিত। থানা পুলিশের হিসেবে অন্তত তার নামে ১৮ টি মামলা রয়েছে।

গত ৯ নভেম্বর বাবু গাজীকে এলাকার বেদম পিটুনি দেয়।এতে সে মারাত্মক আহত হয়। খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢাকায় রেফার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পরে একটি প্রাইভেট হাসাপাতলে তিনি ২৭ নভেম্বর বুধবার বিকালে মারা যান। বৃহস্পতিবার(২৮নভেম্বর) চাঁদপুরে ময়না তদন্ত শেষে তাকে বাড়ির কবরস্থানে দাফন করা হয়।

স্থানীয় লোকজন জানায়,গত ৫ নভেম্বর বাবু গাজী সাবেক ইউপি সদস্য আমানুল্লাহর বাড়িতে আগুন ধরিয়ে দেয় সে নিজেই ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছে গোয়ালভাওর বাজারে।

এলাকার শফিউল্লাহ গাজীর ছেলে মনসুরের ঘরের কলসিবল গেট ভেঙ্গে মোটরসাইকেল নিয়ে যায় এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করে।

ভাটিয়াল পুর এলাকায় আরিফ নামক একজন ব্যক্তির মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। ভাটিয়ালিপুর এলাকার লোকজন জানান, বাবু চোরের জন অতিষ্ঠ হয়ে গেছে এলাকাবাসী। তার মৃত্যুর খবর শুনে স্বস্তির নিশ্বাস ফেলেছে এলাকার অনেকেই।

এদিকে নিহত বাবু গাজীর মা শাহিদা (৫৫), জানান, ঘটনার দিন রাতে বেশ কিছু সংখ্যক লোকের সাথে তার বোন পাখির বাড়িতে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ঝগড়া বাঁধে। সেখানে বাবুকে বেদম মারা হয়। মার খেয়ে বাবু নিজ বসত ঘরে আশ্রয় নেয়। সেখানেও লোকজন বসত ঘরের ভেতরে প্রবেশ করে বাবুকে পেটায়। পরে তাকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়া হয় বাইরে। এক পর্যায়ে, বাবু জ্ঞান হারিয়ে ফেললে হারুনের দোকানের অদূরে একটি গাছের সাথ বেঁধে রাখে হামলাকারীরা।
বাবুর স্বজনদের দাবী ওইদিন বাবুকে বিনা অপরাধে মারা হয়েছে। হাছান (৫) ও হোসেন (১ বছর) নামে দুজন ছেলে সন্তান রয়েছে বাবু গাজীর।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, বাবু গাজীর বিরুদ্ধে থানায় অন্তত ১৮ টি মামলা রয়েছে।সে এলাকার চিহ্নিত চোর বলে জানা গেছে। তাকে গণপিটুনি দিয়ে আহত করার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। থানায় লাশ নিয়ে আসার পর আমরা পোস্টমটমের জন্য চাঁদপুর পাঠিয়েছি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

Loading

শেয়ার করুন