ধনাগোদা নদীতে পানকৌড়ির ঝাঁক, প্রকৃতির এক বিরল দৃশ্যপট

সফিকুল ইসলাম রানা : চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীতে সম্প্রতি দেখা মিলেছে শত শত পানকৌড়ির। নদীর মধ্যে স্থাপিত বাঁশের কাঠামোতে বসে থাকা এবং ঝাঁকে ঝাঁকে আকাশে ও নদীর পৃষ্ঠে ওড়াউড়ি করা পানকৌড়ির এমন দৃশ্য প্রকৃতি প্রেমিকদের জন্য যেন এক স্বর্গীয় অনুভূতি তৈরি করছে।

স্থানীয়রা জানান, গত কয়েক সপ্তাহ ধরেই প্রতিদিন সকালে ও বিকেলে নদীজুড়ে দেখা মিলছে এসব পানকৌড়ির। কেউ বসে আছে, কেউ ডানা মেলেছে উড়ে যাওয়ার জন্য, আবার কেউ নদীতে ডুব দিচ্ছে মাছ শিকারে। এমন দৃশ্য আগে খুব একটা দেখা যায়নি বলেই জানিয়েছেন এলাকাবাসী।
কালীপুর গ্রামের কৃষক মো. শফিকুল ইসলাম বলেন, আমার ক্ষেত নদীর পাশেই। সকালে কাজে এসে দেখি পানকৌড়িতে ভরা নদী। ওদের এই ডানা ঝাপটানো, বসে থাকা, মাছ ধরা সব কিছুই দেখার মতো। মনে হয় যেন ছবির মতো সুন্দর এক দৃশ্য।
মতলবের পরিবেশবাদী সংগঠন ‘মতলবের মাটি ও মানুষ’-এর সভাপতি শামীম খান বলেন, এই পানকৌড়িগুলোর আগমন আমাদের এলাকার জন্য আশীর্বাদস্বরূপ। এটা প্রমাণ করে ধনাগোদা নদীর পরিবেশ এখনও অনেকটা প্রাণবান। তবে আমাদের সচেতন হতে হবে যাতে এরা ভয় না পায় কিংবা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট না হয়।
জীবগাঁও জেনারেল হক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আলী হোসেন বলেন, শিক্ষার্থীদের প্রকৃতির প্রতি আগ্রহ তৈরি করতে এই রকম প্রাকৃতিক দৃশ্য বড় অনুঘটক হতে পারে। আমরা ভাবছি বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষাসফরের আয়োজন করবো এখানে।
ধনাগোদা নদীর বুকে পানকৌড়ির এমন উপস্থিতি নিঃসন্দেহে একটি আশাব্যঞ্জক পরিবেশগত বার্তা। এই পাখিগুলোর সুরক্ষায় স্থানীয় প্রশাসন, পরিবেশবাদী সংগঠন ও সাধারণ জনগণ যদি একসঙ্গে কাজ করে, তবে এই নদী হয়ে উঠতে পারে পাখিদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল এবং পর্যটনের সম্ভাবনাময় গন্তব্য।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস বলেন, পানকৌড়ি (Cormorant) সাধারণত পরিষ্কার জলাশয়ে মাছ শিকারের জন্য আসে। এদের উপস্থিতি স্থানীয় মাছের প্রাচুর্য ও নদীর স্বাস্থ্যবান পরিবেশের দিকেই ইঙ্গিত দেয়। তবে এটি একটি সাময়িক মৌসুমি আগমন কিনা, তা আরও পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে উপজেলা প্রশাসন সচেষ্ট। পানকৌড়ির এই আগমন নিঃসন্দেহে এক ইতিবাচক বার্তা বহন করে। আমরা চাইবো স্থানীয় জনগণ পাখিগুলোকে বিরক্ত না করে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ তৈরি করুক। প্রয়োজনে এলাকাটি পাখি অভয়ারণ্য ঘোষণারও চিন্তা করা যেতে পারে।
রোববার, ১৮ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

