ধনাগোদা নদী থেকে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালীর বাজার সংলগ্ন বাগান বাড়ি ইউনিয়ন এলাকা ধনাগোদা নদী থেকে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করছে বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্য।

সরজমিনে জানা যায়, ৫ জানুয়ারি দুপুরে পর দাউদ কান্দি উপজেলার বাজার খোলার এক পথচারী শ্রীরায়েরচর ব্রীজ থেকে এক লাশ নদীতে ভাসছে দেখতে পেয়ে তিনি পুলিশ কে অবহিত করলে মতলব উত্তর উপজেলার বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মিঠুন বালা, এএসআই মানিক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে টলার যোগে শ্রী রায়েরচর ব্রীজ সংলগ্ন নদীতে খুজতে খুজতে কালির বাজার লঞ্চ ঘাটের একটু দক্ষিণ দিকে ধনাগোদা নদীর মাঝখানে অজ্ঞাত যুবকের লাচ উদ্ধার করে। লাশের বয়স বুঝা যাচ্ছে না তবুও পুলিশ বলছে লাশের বয়স আনুমানিক ২৪/২৫ হবে। পুরুষের লাশ শনাক্ত করছেন পুলিশ। আর লাশের দূর্গ্ধ ছড়াচ্ছে।

এ লিখা পর্যন্ত লাশের সন্ধান পাওয়া যায়নি। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক জানান এ বিষয় টির ব্যাপারে অবগত আছেন, বেলতলী নৌ-পুলিশ ফাঁড়ি কাজ করছে। তবে শেষ বিকালে মতলব উত্তর থানার ডোম এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করতে দেখা যায়। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করবেন বলে জানান নৌ-পুলিশ।

রোববার, ০৫ জানুয়ারি ২০২৫

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

Loading

শেয়ার করুন