ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ

ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জে আদালতের স্থিতাবস্থার নিদের্শনা অমান্য করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাস্থল স্থল উপজেলার চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামে। অভিযোগ পেয়ে থানা পুলিশ শনিবার (১৩ জুলাাই) ঘটনার সত্যতা পেয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে।

জানা গেছে, চরদু:খিয়া পূর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রামে জাহাঙ্গীর আলমের সম্পত্তির উপর জোর পুর্বক তারই চাচাতো ভাই হানিফ মিজিসহ লোকজন দখল করার চেষ্টা করে।
ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জানান, ফলে বাধ্য হয়ে ফরিদগঞ্জ থানাধীন সাবেক ১৮২নং হাল ১২৮নং, সন্তোষপুর মৌজার সিএস ৮১৭, এসএ ৭০০, বিএস ১১৫৮নং খতিয়ানভুক্ত সাবেক ৪৩৫৬ হাল ৪৬৩২ দাগে বাড়ীর অন্দরে ০.১১২৫ একর ভ‚মি নালিশী সম্পত্তি সম্পত্তির চাঁদপুর আদালতে ১৪৫ ধারার একটি মামলা (মামলা নং- ৭৮১) দায়ের করলে আদালত ওই সম্পত্তির উপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারী করেন। কিন্তু ওই নিষেধাজ্ঞা অমান্য করে শনিবার (১৩ জুলাই) সকাল থেকে তার চাচাতো ভাই হানিফ মিজিসহ লোকজন পাকা ভবন নির্মান শুরু করে। বোধ্য হয়ে তিনি থানা পুলিশের আশ্রয় নিলে পুলিশ এসে নির্মাণ কাজ বন্ধ করে দেন।
এদিকে অভিযুক্ত হানিফ মিজি জানান, তিনি এই সম্পত্তি ক্রয় সূত্রে মালিক। কিন্তু জাহাঙ্গীর আলম হয়রানি করছেন।
এলাকার সাবেক ইউপি সদস্য রুহুল আমিন জানান, সম্পত্তি নিয়ে উভয়ের মধ্যে দীর্ঘদিনের ঝামেলা রয়েছে। তবে আদালতের নিদের্শ উপেক্ষা করার সুযোগ নেই।
থানার এএসআই মিজানুর রহমান জানান, তিনি অভিযোগ পেয়ে ঘটনাস্থল গিয়ে ঘটনার সত্যতা পেয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন। তাদেরকে আদালতের নিদের্শনা মেনে চলতে অনুরোধ করেন।
প্রকাশিত : শনি বার, ১৩ জুলাই ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
পাইলস ফিস্টুলা রোগের কারণ ও প্রতিকার

