ফরিদগঞ্জে খাদ্যপুষ্টি বিষয়ক কর্মশালা
ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে খাদ্যপুষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফরিদপুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর উদ্যোগে মঙ্গলবার (১৯ মার্চ) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এসএএও, শিক্ষক, মৎস্য, প্রাণিসম্পদ, সমাজসেবা, মহিলা বিষয়ক, এনজিওকর্মী, ইমাম, পুরোহিতসহ বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে কর্মশালা উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার।
উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় পরে বিভিন্ন সেশনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফ আহমেদ চৌধুরী, বারটানের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: নুরে আলম সিদ্দিক বিষয় ভিত্তিক তথ্য উপস্থাপন করেন।
বারটান কর্তৃপক্ষ জানান, কৃষি উন্নয়নের মাধ্যমে পুুষ্টি ও খাদ্য নিরাপত্তা রেজারদারকরণ প্রকল্পের আওতায় সারাদেশে পর্যায়ক্রমে শ্রেণি ভিত্তিক পেশাজীবিদের নিয়ে এই কর্মশালা আয়োজন করা হচ্ছে। এর অন্যতম উদ্দেশ্য হলো. নিরাপদ খাদ্য উৎপাদন, খাদ্য গ্রহণ, খাদ্য রান্না পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন করা।
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন