ফরিদগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচী
ফরিদগঞ্জ প্রতিনিধি:
বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, গণবিরোধী সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে দেশব্যাপি বিএনপির অবস্থান কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জে শনিবার (৮ এপ্রিল) বিকালে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ এর নেতৃত্বে বিশাল মিছিল উপজেলা সদরের ভান্ডারী মহল থেকে শুরু হয়ে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
পরে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি নাছির উদ্দিন, যুবদল নেতা ফজলুর রহমান, ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।