মতলব উত্তরের শাহাদাত রনির খুনির ফাঁসির দাবি : এলাকাবাসীর মানববন্ধন

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজি কান্দি ইউনিয়নের ফরাজিকান্দি গ্রামের আসলাম রাঢ়ির ছেলে শাহাদাত হোসেন রনি একই ইউনিয়নের ১ নং ওয়ার্ড রামদাস পুর গ্রামের জনৈক আয়নাল হক ঢালীর ছেলে রনির হাতে খুন। খুনি রনির বিচারের দাবিতে ২৮ ডিসেম্বর ফরাজি কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বেড়ীবাঁধ সড়কে এলাকা বাসি কর্তৃক মানববন্ধন করা হয়। মানববন্ধনে এলাকার অসংখ্য নারী পুরুষ অংশ নেন।

ঘটনার বিবরনে জানা যায়, শাহাদাত হোসেন রনি তিনি বিগত অনেক বছর যাবৎ কুমিল্লা জেলার দাউদ কান্দি থানার এলিটগঞ্জের বিটতলা গ্রামে আঃ রাজ্জাকের বাড়িতে হালুয়া রুটির ব্যবসা করে আসছেন। ব্যবসা পরিচালনার স্বার্থে একই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জনৈক আয়নাল হকের ছেলে মোঃ রনিকে কর্মচারী হিসাবে দোকানে চাকরি দেন। গত ২৩ ডিসেম্বর শাহাদাত হোসেন রনি খুন হন। গত ২৫ ডিসেম্বর দাউদ কান্দি থানা পুলিশ মতলব উত্তর থানা পুলিশ কে খুনের ঘটনা অবহিত করলে মতলব উত্তর থানা পুলিশ শাহাদাত হোসেন রনির পরিবারকে খবর দেন।

এ ঘটনায় জড়িত দোকান কর্মচারী খুনি রনিকে দাউদ কান্দি থানা পুলিশ গ্রেফতার করেন। কি কারনে এ ঘটনা এখনো জানা যায়নি। নিহত শাহাদাত হোসেন রনির দুটি শিশু সন্তান রয়েছে। আঠারো মাসের মেয়ে ইলমা আক্তার রাইসা ও ১৭ দিনের বাচ্চা আব্দুল লাহাব।

মানববন্ধনে খুনির বিচারের দাবিতে বক্তব্য রাখেন নিহতের বড় বোন ফারাজানা আক্তার, স্ত্রী আফরোজা বেগম, বাবা মোঃ আসলাম রাঢ়ি, মা, রহিমা, এলাকার পক্ষে ইউপি সদস্য ইসমাইল হোসেন, মোঃ নজরুল ইসলাম, মোঃ হারুন, মোঃ নাসিমুল হক গাজী, মোঃ সুমন প্রমুখ। এ বিষয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

রোববার, ২৯ ডিসেম্বর ২০২৪

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

Loading

শেয়ার করুন