মতলব উত্তরে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবস পালন
গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ১৮ ডিসেম্বর সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স সিসিডি এর আয়োজনে, স্ট্রেনদেন্থ এন্ড ইনফরমেটিভ মাইগ্রেশান সিস্টেম সিমস ফেইজ-২ কর্তৃক আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবস উপলক্ষে উপজেলা পরিষদের সম্মুখে উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমার নেতৃত্বে একটি র্্যালী প্রদক্ষিণ করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় হলো প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার। বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার একি মিত্র চাকমা বলেন, বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ বিদেশ যাচ্ছেন, বিদেশ ফেরৎ আসছেন, তাতে আমাদের দেশে অনেক রেমিট্যান্স আসছে। ঐখানে শ্রমিকরা অনেক কষ্ট করে টাকা পয়সা রোজগার করছে, সে জন্য রেমিট্যান্স যাতে সঠিক ভাবে কাজে লাগে সে দিকে খেয়াল রাখতে হবে।
বিশেষ করে আমাদের দেশের মানুষ অনেক সময়ই ভুল পথে হাঁটছে, সরকারের নীয়ম নীতি না মেনে বিদেশে পাড়ি জমায়, সে জন্য যাত্রীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। দায়দেনা করে বিদেশ যায়, লক্ষ লক্ষ টাকা খরচ হয়, পরে আর এ দায়দেনা শোধ করতে পারছে না। সরকারি ভাবে বিদেশ গমন করার জন্য ঢাকায় জনশক্তি ব্যুরো অফিস রয়েছে এবং জেলাতে ও এর ব্যবস্থা রয়েছে। সরকারের নীয়ম নীতি ফলো করলে আর বিদেশ গমন কারীগন সমস্যায় পরবেনা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিসিডিএ প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর সফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মনির হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, এমআরপিসি কমিটির সভাপতি ও মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম নবী খোকন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, এমআরপিসি কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে একটি গননাটক উপজেলা বটতলায় পদর্শন করা হয়।
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা