মতলব উত্তরে কাব স্কাউট ইউনিট লিডারদের কর্মশালা অনুষ্ঠিত

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট ইউনিট লিডারদের জন্য ১ (এক) দিনের একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে ২০২৫) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ স্কাউটস মতলব উত্তর উপজেলা শাখা।

কর্মশালার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বাংলাদেশ স্কাউটস মতলব উত্তর উপজেলার সভাপতি জনাব মাহমুদা কুলসুম মনি।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, বর্তমান প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে তাদের মধ্যে শৈশব থেকেই নৈতিক শিক্ষা, দায়িত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি তৈরি করতে হবে। আর স্কাউটিং হলো এমন একটি কার্যক্রম, যা শিশুদের শৃঙ্খলা, মানবিকতা, সহযোগিতা এবং আত্মনির্ভরশীলতা শেখায়। কাব স্কাউট ইউনিট লিডাররা তাদের নিজ নিজ বিদ্যালয়ে এই কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করলে শিশুদের ভবিষ্যৎ গঠনে উল্লেখযোগ্য অবদান রাখতে পারবেন। প্রতিটি শিক্ষকের দায়িত্ব হচ্ছে শুধু পাঠ্যক্রম নয়, বরং সহ-পাঠক্রমিক কার্যক্রমেও শিক্ষার্থীদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করা। আমি আশা করি, আজকের এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারী ইউনিট লিডাররা আরও দক্ষ ও অনুপ্রাণিত হবেন, এবং তারা মাঠপর্যায়ে স্কাউট কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করে তুলবেন।
উপজেলা সরকারি শিক্ষা কর্মকর্তা মো. হানিফ মিয়ার সভাপতিত্বে, স্কাউট নেতা ও ৯ নং দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্যামল কুমার বাড়ৈএর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকরঞ্জন দাস, নাউরী আহমদীয়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আখতার হোসেন, মতলব উত্তর উপজেলার কমিশনার ও স্কাউট কর্মকর্তা। কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউট ইউনিট লিডাররা অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এ কর্মশালায় স্কাউটিংয়ের বিভিন্ন দিক, পরিকল্পনা, ইউনিট পরিচালনা, দলগত নেতৃত্ব ও শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক আচরণ গঠনের কৌশল নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, এ ধরনের কর্মশালার মাধ্যমে মাঠপর্যায়ের স্কাউট নেতারা আরও কার্যকর ও ফলপ্রসূভাবে স্কাউট কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।
মঙ্গলবার, ২০ মে ২০২৫ খ্রি.
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
![]()

















