মতলব উত্তরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
মতলব উত্তর প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তরের আলী আহম্মদ মিয়া বহুমূখী মহাবিদ্যালয়ের এসএসসি-২০২৪ ব্যাচের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে কলেজ অডিটোরিয়ামে এইচএসসি-২০ ব্যাচের পক্ষ থেকে ১৫ কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তোফায়েল আহাম্মদের সভাপতিত্বে ও প্রভাষক এনামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী মো.নুরুজ্জামান।
এ সময় বক্তারা বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে, তোমাদের দেশপ্রেম থাকতে হবে। জাতির কল্যাণে, দেশের কল্যাণে কিভাবে কাজ করা যায় সেভাবে নিজেকে তৈরি করতে হবে।
বক্তারা আরও বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর কৃতিত্ব শুধু ভালো ফলাফল করে একটা ভালো প্রতিষ্ঠানে সুযোগ পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং ওই শিক্ষার্থী যদি সমাজের সকল ক্ষেত্রে তার মেধার পরিচয় দেয় তবে সমাজ যেমন উপকৃত হবে তার জীবনও হবে সার্থক।
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা