মতলব উত্তরে ডাকাতি সংগঠিত
গোলাম নবী খোকন : গত ১৪ আগষ্ট ২০২৪ রোজ বুধবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের মধ্যে ইসলামাবাদ গ্রামের জনৈক ছবেদ আলী বেপারীর ছেলে শফিকুল ইসলাম ( ৬০) এর ঘরে ডাকাতি সংগঠিত হয়।
সরজমিনে জানা যায়, শফিকুল ইসলাম দিন মজুর ও অটোবাইক চালক। তিনি ৪ সন্তানের জনক। ২ ছেলে, ২ মেয়ে। ঘটনার সময় তার ৬ বছরের শিশু জোনায়েদ ও ৫ম শ্রেনীতে পড়ুয়া ১১ বছরের মেয়ে সিনথীয়া ঘটনার সময় বাসায় ছিল। বড় মেয়ে সাদিয়া ছিল নানুর বাড়িতে আর বড় ছেলে ছিল সাড়ে পাঁচ আনী মাদ্রাসায়।
গত ১৪ আগষ্ট রাত ২টায় ৮/৯ জনের একটি ডাকাত দল ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে শফিকুল সহ তার স্ত্রী রাহিমা বেগম ও তার ১১ বছরের মেয়ে সিনথিয়া কে হাত মূখ বেধে রেখে ও শফিকুলের স্ত্রী কে উপর্যপুরি মারধর করে ঘরে থাকা ১৮২০/- টাকা, একটি স্বর্নের রিং, ২ জোরা রুপার চুড়ি, ফ্রীজে রাখা মাছ মাংস নিয়ে যায়। থানা পুলিশের এসআই আলামিন কাজল ভুইয়া সরজমিন পরিদর্শন করেন। এ বিষয়ে অভিযোগ থাকলে থানা পুলিশ ব্যবস্থ নিবে বলে জানাযায়।
বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়