মতলব উত্তরে মাইগ্রান্টস রাইট প্রোটেকশন কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গোলঘরে ১৮ মে ২০২৫ খৃষ্টাব্দ রোজ রবিবার বিকাল সাড়ে তিনটায় স্ট্রেনদেন্থ এন্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস (সিমস) প্রকল্প ফেইজ -টু এর মাইগ্রান্টস রাইট প্রোটেকশন কমিটি (এমআরপিসি) কমিটির ত্রৈ-মাসিক সভা সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিস্ট্যান্ট সিসিডিএ এর আয়োজনে, ইউনিয়ন এমআরপিসি কমিটির সভাপতি সাংবাদিক একেএম গোলাম নবী খোকনের সভাপতিত্ত্বে, সহ-সভাপতি কাজী হেলালউদ্দিনের উপস্থাপনায়, সাধারণ সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন বিগত সভার কার্য্যবিবরনী অনুমোদন পাঠ করে শোনান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুইজারল্যান্ড থেকে আগত সেইফ মাইগ্রেশন এক্সপার্ট মিঃ রেজিস। তিনি বলেন, সেইফ মাইগ্রেশন হলো নিরাপদ অভিবাসন।

বিদেশে অভিবাসি যাত্রী, বিদেশে কর্মরত অভিবাসীদের নিরাপত্তা ব্যবস্থা করা। দেশ থেকে বিদেশে যেতে হলে প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশ যেতে হবে।, বৈধ হয়ে বিদেশ যেতে হবে। কোন পতারকের শিকার যাতে না হয়। রাষ্টের নিয়ম নীতি মেনে বিদেশে যেতে হবে, সিসিডিএ ও জনশক্তি বুরো অফিসের মাধ্যমে যোগাযোগ করে যেতে হবে। সেইফ মাইগ্রেশান ( নিরাপদ অভিবাসন) বিষয়ে ডোর টু ডোর গিয়ে মানুষকে বোজাতে হবে, বিদেশ ফেরৎ, বিদেশগামী ও বিদেশে অবস্থান রত অভিবাসীদের নিরাপদে থাকার ব্যাপারে মানুষ কে সচেতন করতে হবে। বিদেশে গিয়ে কাজ করে রেমিট্যান্স দেশে পাঠানোর নিরাপদ ব্যবস্থা থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে হেলভেটাস বাংলাদেশ প্রকল্প পরিচালক আবুল বাসার, প্রকল্প পরিচালক সাজ্জিদ আহমেদ, এডভোকেসি এক্সপার্ট নুসরাত জাহান মীম, সিসিডিএর উপ -নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান , সিসিডিএর কনসালটেন্ট মোঃ খালিদ হাসান, সিসি ডিএর প্রকল্প ব্যবস্থাপক একেএম মাহতাব উদ্দিন, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী।

এছাড়া এমআরপিসির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। ত্রৈ-মাসিকঅনুষ্ঠান শেষে ফতেপুর হাইস্কুল মাঠে সিসিডিএ কর্তৃক একটি আইপি নাটক পরিবেশন করা হয়।

সোমবার, ১৯ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Loading

শেয়ার করুন