মতলব উত্তরে মেঘনা নদী থেকে বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার

মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তরের যৌথ বাহিনীর অভিযানে মেঘনা নদী থেকে বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে মেঘনা নদীতে ডাকাতদল ডাকাতির প্রস্তুতিকালে চাঁদপুর বিসিজি স্টেশন কমান্ডার, মতলব উত্তরের মোহনপুর নৌপুলিশ ও কোস্ট গার্ডের উপস্থিতিতে টের পেয়ে দ্রুত গতিতে পালিয়ে যাবার চেষ্টা করে। পরবর্তীতে ডাকাতদলকে স্পিড বোট যোগে ধাওয়া করে তাদের ব্যবহ্রত ১টি স্পিড বোট খালের মধো রেখে পালিয়ে যায়।

স্পিড বোটে থাকা ১টি একনলা বন্দুক, ৫ টি ছুরি, ১টি চাপাতি, ১ টি চাইনিজ কুড়াল, ১টি রামদা, ২টি এন্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়। জব্দকৃত স্পিড বোট এবং সকল ধরনের অস্ত্র ও মোবাইলসমূহ আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য চাঁদপুর জেলার আলুবাজার নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

Loading

শেয়ার করুন