সমাজ থেকে দুর্নীতি উদঘাটন করতে সবাইকে দুর্নীতি মুক্ত হতে হবে : ইউএনও উম্মে সালমা নাজনীন তৃষা

হাইমচর প্রতিনিধি :  হাইমচরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দূর্নীতি দমন কমিশনের আয়োজনে ও উপজেলা র্দূর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগীতায় ৯ ডিসেম্বর সোমবার এ দিবসটি পালিত হয়। সকাল ৯ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশনের সহিত জাতীয় পতাকা ও দুদক প্রতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনোয়ার হোসেন মোল্লাহ ও সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাফিজ আহমেদ মাষ্টার। পরে উপজেলারর সরকারি দপ্তর কর্মকর্তাগন, দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগন, বিএনসিসি, গার্লস গাইড ও স্কাউট সদস্য বৃন্দের অংশগ্রহনে ১৫ মিনিটের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পতাকা উত্তোলন ও মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হল রুমে দূর্নীতি দমন ও প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা র্দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে ও সদস্য মো. বশির উল্লাহ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা। এসময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রতিটা ডিপার্টমেন্ট দূর্নীতি এখন একটা সিস্টেম হয়ে গেছে। সবাই চাচ্ছে আসেন আমরা একটা দল হয়ে যাই। কিন্তু আপনি যদি ঐ দলের বিপরীতে একা দাড়িয়ে যান। আপনাকে ভাংতে সবাই চলে আসবে। এই জন্য কেউ সিস্টেম ভাংতে পারে না। সবাই সিস্টেমের একটা অংশ হয়ে যায়। আমি চাই আপনারা যাদের এখনো দূর্নীতির দাগ গায়ে লাগেনি আপনারা এ সিস্টেমকে ভেঙ্গে দেন । প্রতিটা জায়গায় প্রতিটা ডিপার্টমেন্ট এর দূর্নীতির সিস্টেম ভেঙ্গে দেন। সমাজে রন্দে রন্দে এ দূর্নীতি ক্যান্সারের মত ছড়িয়ে গেছে, এটা সত্যি। ধরেন আপনি আমার অফিসে এসে কোন একটি সার্ভিসের জন্য ২ হাজার টাকা দিয়েছেন। এটা আপনার ফ্রি হওয়ার কথা ছিল। আপনি যেহেতু এখানে ২ হাজার টাকা বেশি দিতে হয়েছে তাই আপনি আপনার ব্যবসায় বেশি লাভ করছেন। এমন ভাবে সমাজের কৃষক থেকে শুরু করে প্রতিটি সেক্টরে দূর্নীতি ছড়িয়ে গেছে। এ দূর্নীতির সেক্টর কিভাবে ভাংবো, দেশের প্রতিটি মানুষ কোননা কোন ভাবে দূর্নীতির সাথে জড়িয়ে গেছে। শুধু সরকারি দপ্তরই নয় দূর্নীতি এখন ক্যান্সারে রুপ নিয়েছে। এই দূর্নীতি যদি আমরা প্রতিরোধ করতে চাই। সমাজ থেকে দূর্নীতি উদঘাটন করতে আপনাকে আমাকে সবাইকে দূর্নীতি মুক্ত হতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাইমচর থানা অফিসার ইনচার্জ মহিউদ্বিদন সুমন, উপজেলা র্দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাফিজ আহমেদ মাষ্টার, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কামাল, হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. ফারুকুল ইসলাম, র্দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি বারিক বকাউল, সদস্য মোকলেছুর রহমান মুকুল। এ সময় উপস্থিত ছিলে, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, হাইমচর প্রেসক্লাব সদস্য সচিব ও র্দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাহেদ হোসেন দিপু, র্দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি মো. ওমর ফারুক পাটওয়ারী, সদস্য আব্দুর রহমানসহ উপজেলার বিভিন্ন তপ্তরের কর্মকর্তা, কর্মচারি, স্কাউট সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

Loading

শেয়ার করুন