সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব’ এর উদ্যোগে মতলবে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

সফিকুল ইসলাম রানা :  “হাসবে রোগী, বাঁচবে প্রাণ—স্বেচ্ছায় করি রক্তদান” এই মানবিক স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব’ এবং ‘সূর্য তরুণ ক্লাব’-এর সার্বিক সহযোগিতায় একটি ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) উপজেলার বাগানবাড়ি আইডিয়াল একাডেমি মাঠে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে প্রায় ৫০০ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

সংগঠনের সদস্যরা জানান, বর্তমানে যেকোনো দুর্ঘটনা কিংবা চিকিৎসার সময় রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি। কিন্তু গ্রামের অনেক মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা এখনো তাদের রক্তের গ্রুপ জানে না। এই ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন করার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করাই ছিল মূল লক্ষ্য।

বাগানবাড়ি আইডিয়াল একাডেমির শিক্ষার্থীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন কার্যক্রমের মাধ্যমে আমরা আমাদের রক্তের গ্রুপ জানতে পেরেছি। এখন থেকে প্রয়োজন হলে আমরা রক্তদান করতেও প্রস্তুত।

সংগঠনের একাধিক সদস্য জানান, ‘সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব’ মূলত কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তরুণ-তরুণীদের নিয়ে গঠিত একটি মানবসেবামূলক সংগঠন। একঝাঁক উদ্যমী তরুণ নিয়মিতভাবে এই ক্যাম্পেইনের আয়োজন করে যাচ্ছেন। বিগত এক বছর ধরে মতলবের বিভিন্ন স্থানে এ ধরনের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. ইমন, সাধারণ সম্পাদক এস.এ সাহাদাত, সহ-সভাপতি মো. রিফাত সরকার, সহ-পরিচালক সাব্বির আহমেদ ও পিয়াস, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নিলয়, মো. রোমান সরকার, মো. অনিকসহ অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এলাকাবাসী এই মহতী উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষাজীবনে এমন মানবিক চিন্তা-চেতনা আগামী প্রজন্মকে একটি উন্নত ও আদর্শ জাতি হিসেবে গড়ে তুলবে।

মঙ্গলবার, ২০ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Loading

শেয়ার করুন