সেরা প্রতিবেদক-২০২৪ সম্মাননা পেলেন কচুয়ার ছেলে হাসান আল মাহমুদ

ওমর ফারুক সাইম, কচুয়া প্রতিনিধি : সাংবাদিকতায় সেরা প্রতিবেদক-২০২৪ সম্মাননা লাভ করেছেন কচুয়ার ছেলে হাসান আল মাহমুদ। তিনি ইসলামভিত্তিক শীর্ষ অনলাইন সংবাদমাধ্যম আওয়ার ইসলামের চিফ রিপোর্টার কাজ করছেন। ২০২৪ সালে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর ফকিরেরপুলে (মতিঝিল) হোটেল সেন্ট্রাল ইন রাহমানিয়া ইন্টারন্যাশনাল কমপ্লেক্সে ভিন্ন ধারার পাক্ষিক সবার খবর আয়োজিত এ সম্মাননা তুলে দেন বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরিচালক মাওলানা ইসমাঈল বেলায়েত হুসাইন, সবার খবর সম্পাদক আবদুল গাফফার, আল-মক্কা ট্রাভেলসের প্রোফাইটর মাওলানা খুরশেদুল আলম প্রমুখ। এছাড়া, ভিন্ন বিষয়ে অবদান রাখায় আরও ১৯ বিশিষ্ট ব্যক্তিকেও সম্মাননা দেওয়া হয়।
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, রোববার
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

