কচুয়ায় নৌকার সমর্থনে যুবলীগের মতবিনিময় সভা

কচুয়া প্রতিনিধি  :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ড. সেলিম মাহমুদকে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার লক্ষে মতবিনিময় করা হয়েছে।
বুধবার ১১ টায় কচুয়া পৌরসভা মিলনায়তনে উপজেলা যুবলীগের উদ্যোগে বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কচুয়া পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক ডা. মাসুদুর রহমান বাবুলের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. সালাউদ্দিন ভূঁইয়া, সহ-সভাপতি কামাল হোসেন অন্তর, গাজী কামাল হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক মো. শাহ পরান, সাংগঠনিক সম্পাদক সেলিম কবীর, অনুপ কান্তি দাস টিটু, পাথৈর ইউনিয়ন যুবলীগের সভাপতি চান মিয়া মেম্বার, বিতারা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইসমাইল ভূঁইয়া, ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের যুগ্ন আহবায়ক রাসেল আহমেদ, কচুয়া উত্তর ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাইফুল ইসলাম মেম্বার, কাদলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক সফি উল্লাহ সফিসহ আরো অনেকে।
এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক জননেতা ড. সেলিম মাহমুদকে আগামী ৭ জানুয়ারী নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করার অঙ্গিকার ব্যাক্ত করেন নেতাকর্মীরা।

Loading

শেয়ার করুন