কচুয়ায় মহামায়ার যুবতী ধর্ষণের শিকার, গ্রেফতার ১
স্টাফ রিপোর্টার
কচুয়ায় বিশ্বরোড এলাকায় শনিবার রাতে ২১ বছর বয়সী এক যুবতীকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় সুমন (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সকালে ওই যুবতী নিজে বাদী হয়ে কচুয়া থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। যার নং ১৪।
মামলা সূত্রে জানাগেছে, যুবতী সুরমা বাস চালক রফিকুল ইসলামের মেয়ে। তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরের মহামায়া। বাস চালক রফিক কচুয়া পৌরসভা সংলগ্ন সাবেক ঈগল বাস স্ট্যান্ড এলাকায় ভাড়াটিয়া হিসাবে বসবাস করে আসছে।
শনিবার রাতে বিশ্বরোড এলাকায় অবস্থিত সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুনের কার্যালয়ে যুবতীকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে আব্দুল্লাহ আল মামুন ও সুমন মিলে উপর্যুপরি ধর্ষণ করে। আব্দুল্লাহ আল মামুন কোয়া গ্রামের মৃত ইদ্রিস বেপারীর ছেলে। সুমন কড়ইয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, ধর্ষণের ঘটনায় সুমন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে অপর আসামি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতারের চেষ্টা চলছে। অপরদিকে বাদী নিশিকে মেডিকেল পরীক্ষার জন্য চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।