কচুয়ার ৯নং কড়ইয়া ইউপি জাতীয় পার্টি’র কমিটি গঠন
ওমর ফারুক সাইম , কচুয়া
কচুয়া উপজেলার ৯ নং কড়ইয়া ইউনিয়ন শাখা জাতীয় পার্টি’র কাউন্সিল গতকাল শনিবার সকালে কচুয়া দক্ষিন বাজার হাজী রুহুল আমিন মার্কেটের দলীয় অফিসে অনুষ্ঠিত হয়েছে।
অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা আলহাজ¦ মোঃ সুলতান আহমেদের সভাপতিত্বে উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এডভোকেট মাইন উদ্দিন মাইনু’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল ইসলাম।
এ ছাড়া দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শফিউল্লা শফি, রুহুল আমিন চৌধুরী, পৌর জাতীয় পার্টিও আহবায়ক বীর মুক্তিযুদ্ধা দেওয়ান সিরাজুল ইসলাম,যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, কবির হোসেন সেলিম,আবদুস ছোবহান,হুমায়ুন কবির, কাজী মোস্তফা,মোঃ আহসান, বীর মুক্তিযুদ্ধা সোলেমান গাজী, সভাপতি পদে প্রার্থী মোঃ সুলতান আহমেদ, মাইনু, আলী আক্কাছ, ১ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারন সম্পাদক মিজানুর রহমানসহ অনেকে বক্তব্য রাখেন।
দ্বিতীয় সেশনে কাউন্সিলরদের মতামত অনুযায়ী ৫১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা সুলতান আহমেদ ( মনোহর পুর গ্রাম ) ও সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হন মিজানুর রহমান (চাঁদপুর গ্রাম )।