হাইমচরে মৎস্য সপ্তাহ ২০২৩ মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত
হাইমচর প্রতিনিধি :
‘নিরাপদ মাছে ভরবো দেশ, গর্ভবো স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগান কে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ মুল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৩০ জুলাই (রবিবার) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ বাস্তবায়ন সম্পর্কিত উপজেলা কমিটির আয়োজনে সমাপনী অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশীদ-এর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য অফিস ক্ষেত্র সহকারী ইজাজ মাহমুদের পরিচালনায় বক্তব্য রাখেন কোস্টগার্ড হাইমচর নয়ানী আউটপোস্টের পেটি অফিসার মোঃ নাছির, দক্ষিণ আলগী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইউপি সদস্য আলী আহাম্মদ দেওয়ান, উপজেলা প্রেসক্লাব, হাইমচর সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, দক্ষিণ আলগী ইউনিয়ন ইউপি সদস্য সোহেল পাটোয়ারীসহ বিভিন্ন স্তরের মৎস্যজীবীগন।