কচুয়ায় সংসদ নির্বাচনে উজানীর মুফতি ওমর ফারুক ইব্রাহিমী বেশ আলোচনায়!

সরকার তৌহিদ (স্পেশাল করেসপন্ডেন্ট) : ইসলামী_আন্দোলন_বাংলাদেশ এর হাতপাখা প্রতীকের সমর্থনে চাঁদপুর -০১ এ সম্ভাব্য প্রার্থী তালিকায় আলোচনায় আছেন কচুয়ার ঐতিহ্যবাহী এবং সবচেয়ে প্রভাবশালী দু’টি আলেম পরিবার যথাক্রমে ক্বারী ইব্রাহিম সাহেব উজানী (রহমতুল্লাহি আলাইহি) এবং ক্বারী আহমাদুল্লাহ (রহমতুল্লাহি আলাইহি)’র বংশধর তরুণ আলেমেদ্বীন মাওলানা মুফতি ওমর ফারুক ইব্রাহিমী (হা.ফি.)

পড়াশুনার দিক থেকে বিশ্ববরেণ্য আলেমেদ্বীন পাকিস্তানের আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহর খাস ছাত্র এবং আল্লামা তকি ওসমানী হাফিজাহুল্লাহর বড় ভাই আল্লামা রফি ওসমানী (রাহমাতুল্লাহি আলাইহির) সুযোগ্য সাগরেদ। তিনি ইসলামী আন্দোলন, বাংলাদেশের মুহতারাম নায়েবে আমীর আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাইর অত্যন্ত স্নেহধন্য। শায়খুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক (হাফিজাহুল্লাহ) এবং মরহুম আল্লামা নূর হোসাইন কাশেমী (রহমাতুল্লাহি আলাইহির) নিকটাত্মীয় তিনি।

এব্যাপারে মাওলানা যোবায়ের আহমদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে হাতপাখার সমর্থনে তাকে নিয়ে ভাবনা শুরু হয়েছে খুব ভালোভাবে! তিনিও ভাবতে শুরু করেছেন কচুয়াবাসীকে নিয়ে। তিনি আশা করেন, আল্লাহর রহমতে মুফতি ওমর ফারুক ইব্রাহিমী ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে কচুয়ার মানুষকে সাথে নিয়ে এগিয়ে যাবেন।

রোববার, ১৮ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Loading

শেয়ার করুন