মতলব উত্তরে চার বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মতলব উত্তর প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের অভিযানে চার বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৫ জুলাই ২০২৫) দুপুরে এএসআই মো. মনির হোসাইন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি মো. নাসির উদ্দিন বেপারী (৫৫) কে গ্রেপ্তার করেন। তিনি মতলব উত্তর উপজেলার দক্ষিণ সর্দার কান্দি (বেপারী বাড়ি) এলাকার মৃত আমানুল হক বেপারীর পুত্র।

গ্রেপ্তারকৃত নাসির উদ্দিনের বিরুদ্ধে ২০২০ সালের ১২ সেপ্টেম্বর, এফআইআর নম্বর-১৩/১৭৫ ও জিআর নম্বর-১৭৫ অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪০/৪১ ধারায় মামলা হয়। মামলার রায়ে আদালত তাকে চার বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
থানা সূত্র জানায়, অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হকের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানে পুলিশ সবসময় তৎপর রয়েছে বলেও জানিয়েছেন থানার ওসি মো. রবিউল
শনিবার, ০৫ জুলাই ২০২৫
অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন

